কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০ টায় কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে কেশবপুর পৌর শহরের আলতাপোল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজায় অংশগ্রহণ করে শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর পৌরসভার সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত  সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু, জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর গত শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবদল নেতা উজ্জ্বল। মৃত্যুকালে স্ত্রী ও ৪ বছরের এক শিশু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version