কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পশুহাট সংলগ্ন মক্কা ট্রেডার্সে উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির কেশবপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাবর আলী, পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফুজ্জামান ও সাবেক পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জলিল।
আলোচনার পরে সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দসহ তাদের পরিবারের সদস্যদের উপস্থিতি মিলন মেলায় রূপ নেয়।
