প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এইচ এম আমির হোসেন গতকাল কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। প্রেসক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময়কালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তার কাচি প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেছেন, নৌকা প্রতীকের প্রার্থী আচরণবিধি লংঘন করছেন।
লিখিত ও মৌখিকভাবে অনেকবার জানিয়েও আশানুরূপ ফল দেখা যাচ্ছে না। পরবর্তী দিনগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে পারবো কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। কেশবপুরের বিভিন্ন বাড়িতে বর্তমানে বহিরাগত মানুষের আগমনে সাধারণ ভোটাররা শংকিত হয়ে পড়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাপ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম খান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোসলেম উদ্দিন সরদার, প্রমুখ।
শিরোনাম:
- কোটচাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের নবীণবরণ
- হাইকোর্টের আদেশ উপেক্ষা : ফ্যাসিস্টের রিপ্লেসে ‘দখল’ যশোর সিটি ক্যাবল
- যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- মণিরামপুরের গৃহবধূকে আত্মহত্যা প্ররোচনা স্বামী-শ্বশুরের নামে চার্জশিট
- চোখে ‘শর্ষে ফুল’ দেখা সাজেদার এখন ফুলেল জীবন
- মৌমাছি স্কুলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
- যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি সংবর্ধনা
- সংগ্রামী রূপা খাতুনের সাবলম্বী হওয়ার গল্প