প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেশবপুর উপজেলার শাখার আহবায়ক কমিটির সদস্য আজিজুল হাকিমকে বহিস্কার করা হয়েছে।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংগঠনের কেশবপুর উপজেলার শাখার আহবায়ক কমিটির সদস্য আজিজুল হাকিমের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। একই সাথে তার সাথে দলীয় কোন বিষয়ে যোগাযোগ না করার জন্য সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়।
সংগঠনের যশোর জেলা আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বহিস্কারের এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
সংগঠনের জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহবায়ক শামীম আকতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।