কেশবপুর সংবাদদাতা
যশোর জেলা কেশবপুর উপজেলার মোঃ হাবিবুর রহমান কেশবপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবদিয়া গ্রামের বাসিন্দার। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তার বসতবাড়িতে আগুন লেগে যায়।
বাঁশ ও টিনের বেড়া দিয়ে তৈরি রান্নাঘরে চুলা থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ওই বাড়ির কোন সদস্যের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় প্রতিবেশীর সহযোগিতায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিসের ভাষ্যমতে ১৫ হাজার টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক মিটার আগুনে পুড়ে জ্বলে গেছে। উদ্ধার কৃত মালামাল মধ্যে অধিকাংশ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা মত ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর দাবি।