মুস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
মওরি চাষষ করে সফলতা পেয়েছেন যশোর জেলা কেশবপুর উপজেলা তিন নম্বর ওয়ার্ডে সাবদিয়া গ্রামের মোহাম্মদ ইদ্রিস আলী। তিনি সাবদিয়া মাঠের এলাকার ৮ বিঘা জমিতে মওরির চাষ করেছেন। প্রতিবছর এই মৌসুমে মওরির চাষ করেন। গতবছরের ন্যায় এই বছর মওরির ফলন খুব ভালো এবং মওরির দামও খুব ভালো।
প্রতিকেজি মওরির দাম ৪০০ থেকে ৫০০ টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। গতবছর বাজারের তুলনায় মওরির দাম এই বছর অনেক বেশি। ইদ্রিস আলী বলেন; আমি আগামী বছর ১৬ বিঘা জমি চাষ করবো। তিনি বলেন মওরি বাজারে বিক্রি করে অনেক লাভ হয়। বাংলাদেশের বিভিন্ন জেলার ক্রেতা আমার বাড়ি এসে মওরি কিনে নিয়ে যায়। আমাকে কষ্ট করে বাজারে বিক্রি করতে যেতে হয় না। মওরি বেবঁচেই মূলত আমার সারা বছরের সাংসার খরচ চলে যায়।
তিনি বলেন কম খরচে বেশি ফসল উৎপাদন করা যায় এই মওরি চাষে। আমার এলাকাবাসী আগামী বছর থেকে এ ফসল করবেন বলে আশাবাদ করেন। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ি মোহরি চাষ খুব লাভজনক।