কোটচাঁদপুর সংবাদদাতা
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এমন স্লোগানে কোটচাঁদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যশোর জোনে ২৬শ’ কৃষক প্রণোদনার আওতায় তুলা চাষে সম্ভাবনার হাতছানিএতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হুমায়ুন কবীর। প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, কোটচাঁদপুর মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনর্চাজ আসাদুজামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র সমন্বয়ক হৃদয় আহসান, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মইন উদ্দিন খান, সিনিয়র সহসভাপতি রেজাউল করিমসহ, উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ মো. জামান।

