কোটচাঁদপুর প্রতিনিধি
কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে দোকানে সিলগালা ও জরিমানা আদায়ের ভয় দেখিয়ে একটি ওষুধের দোকান থেকে টাকা হাতিয় নিয়েছে কথিত সাংবাদিকদের একটি সংঘবদ্ধ চক্র। মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাসপাতাল সড়কের আইডিয়াল ফার্মায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনার পরপরই অভিযুক্ত বাবলুকে টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছে। স্ব-প্রণোদিত হয়ে আইনি ব্যবস্থা নেয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সুবিধা হয়।
ওষুধের দোকানে দায়িত্বে থাকা মশিয়ার রহমান জানান, গত ২২ জানুয়ারি বিকেলে এক ক্রেতা ওষুধ কিনতে দোকানে আসেন। এ সময় তিনি লাইনেস-ডি নামে একটি ওষুধ দিতে বলেন। ক্রেতা বাড়ি ফিরে প্রেসক্রিপশন মিলিয়ে দেখেন, প্রকৃত ওষুধটি হবে লাইরিনেক্স। এরই সূত্র ধরে ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কথিত সাংবাদিক চক্র আইডিয়াল ফার্মায় আসেন। সেখানে তারা বিভিন্ন রকম ভয়-ভীতিসহ ভিডিও ধারন এবং ছবি তুলতে থাকেন। এ সময় তারা চিৎকার করে ইউএনওকে দিয়ে জরিমানা আদায় ও দোকান সিলগালাসহ নিউজ করার হুমকিও দেন। একপর্যায়ে তারা জরিমানা বাবদ দোকানির কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। এ সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পথচারিরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে কর্ণফুলী ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সোহেল আরাফাত ও হার্ডওয়ার ব্যবসায়ী রনির সমঝোতায় তাদেরকে ৬ হাজার টাকা দেয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত বাবলুকে টাকা ফেরত দেয়ার জন্য বললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা টাকা ফেরত দেননি। বরং দোকানের লোকজনকে ফোনে বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছেন। কথিত এই সাংবাদিক চক্রের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন স্থানে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব।
শিরোনাম:
- আলুর দাম লাগামহীন ভোক্তার নাভিশ্বাস
- শীতে ফুটপাতে গরম কাপড় বিক্রির ধুম
- একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার সম্ভব না: মির্জা ফখরুল
- নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ
- কৃষ্ণনগরে আরাফাত কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন রতনপুর
- পাখির সাথে মানুষের ভালোবাসার গল্প !
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়