কোটচাঁদপুর প্রতিনিধি
কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিয়ে দোকানে সিলগালা ও জরিমানা আদায়ের ভয় দেখিয়ে একটি ওষুধের দোকান থেকে টাকা হাতিয় নিয়েছে কথিত সাংবাদিকদের একটি সংঘবদ্ধ চক্র। মঙ্গলবার সন্ধ্যায় শহরের হাসপাতাল সড়কের আইডিয়াল ফার্মায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে’র সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনার পরপরই অভিযুক্ত বাবলুকে টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়েছে। স্ব-প্রণোদিত হয়ে আইনি ব্যবস্থা নেয়া যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সুবিধা হয়।
ওষুধের দোকানে দায়িত্বে থাকা মশিয়ার রহমান জানান, গত ২২ জানুয়ারি বিকেলে এক ক্রেতা ওষুধ কিনতে দোকানে আসেন। এ সময় তিনি লাইনেস-ডি নামে একটি ওষুধ দিতে বলেন। ক্রেতা বাড়ি ফিরে প্রেসক্রিপশন মিলিয়ে দেখেন, প্রকৃত ওষুধটি হবে লাইরিনেক্স। এরই সূত্র ধরে ২৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কথিত সাংবাদিক চক্র আইডিয়াল ফার্মায় আসেন। সেখানে তারা বিভিন্ন রকম ভয়-ভীতিসহ ভিডিও ধারন এবং ছবি তুলতে থাকেন। এ সময় তারা চিৎকার করে ইউএনওকে দিয়ে জরিমানা আদায় ও দোকান সিলগালাসহ নিউজ করার হুমকিও দেন। একপর্যায়ে তারা জরিমানা বাবদ দোকানির কাছে ১৫ হাজার টাকা দাবি করেন। এ সময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও পথচারিরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে কর্ণফুলী ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সোহেল আরাফাত ও হার্ডওয়ার ব্যবসায়ী রনির সমঝোতায় তাদেরকে ৬ হাজার টাকা দেয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত বাবলুকে টাকা ফেরত দেয়ার জন্য বললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা টাকা ফেরত দেননি। বরং দোকানের লোকজনকে ফোনে বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছেন। কথিত এই সাংবাদিক চক্রের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন স্থানে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব।
শিরোনাম:
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহ্বায়ককে শো’কজ
- ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যশোরে বিক্ষোভ
- চৌগাছা উপজেলা ও কলেজ ছাত্রদলের আহ্বায়কের পদ স্থগিত
- শ্রমিকনেতা নূর ইসলামের শোক সভা অনুষ্ঠিত
- যশোরে নৌকা চালানো নিয়ে দ্বন্দ্ব : বোমা বিস্ফোরণে আহত ২
- যশোরে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক আটক
- মহেশপুরে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত, আহত ৪
- অধ্যক্ষ হলেন অধ্যাপক ছোলজার রহমান