কোটচাঁদপুর সংবাদদাতা
এক রাতে কোটচাঁদপুরে দুই কৃষকের ঘোয়াল ঘর ফাঁকা করে চুরি হয়েছে ৭টি গরু। গরু হারিয়ে দিশেহারা কৃষক রমজান আলী ও রবিন হালদার।

শনিবার রাতের কোন এক সময় সংবদ্ধ চোরচক্র উপজেলার সালেমানপুর উত্তরপাড়া গ্রামের কৃষক রমজান আলীর গোয়াল ঘর থেকে ৫টি গরু নিয়ে যায় চোর চক্র। একই রাতে আরো দুটি গরু চুরির ঘটনা ঘটে উপজেলার কাগমারী গ্রামে। ওই গ্রামের কালীতলাপাড়ার রবিন হালদার জানান রোববার সকালে দেখতে পাই গোয়াল ঘরের দরজা ভাংগা আর গরু দুটি নেই।

আশপাশে অনেক খোঁজাখুজি করেও চোর বা গরুর কোন সন্ধান পাইনি। গরু দুটির আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
ভুক্তভোগী রজমান আলী জানান, তিনি কৃষিকাজের পাশাপশি বাণিজ্যিকভাবে দীর্ঘদিন ধরে গরু পালন করে আসছেন।

প্রতিবছর গরু বিক্রির টাকায় তার সংসার চলে। তার গোয়ালে ছিলো ৩টি বড় জাতের গাভী ও ২টি এঁড়ে গরু। গরুগুলোর বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতুব্বর জানান, গরু চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত চলমান আছে, চোর ধরতে ও গরুগুলো উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version