কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুনিয়া বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বলুহর বাসস্ট্যান্ড প্রজেক্ট রোডের মুনিয়া বেকারিতে এ অভিযান চালান তিনি।
সে সময় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মতে বেকারি মালিক মমিনুর রহমানকে ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোক্তার হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডল, মডেল থানার উপপরিদর্শক এস আই ওমর ফারুক সহ পুলিশে একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
