কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজন দোকান মালিককে জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে পৌর শহরের মেইন বাজারে বিভিন্ন মুদি, খাবার হোটেল ও স্বর্ণের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মুদি দোকানি দীপক রায়কে ৩ হাজার টাকা, হারান দত্তকে দুই হাজার টাকা, চৌধুরী জুয়ের্লাসকে এক হাজার টাকা এবং মায়া মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
