কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাংবাদিক শামিম রেজার নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকা বাসী।
শুক্রবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দহ গ্রামের পূর্ব পাড়ায় শত শত নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মুহিদুল ইসলাম, জাবেদ আলী, সাইদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৬ আগস্ট সন্ধ্যায় কুশনা মামা ভাগ্নের বাঁওড়ের মাছ ধরা জাল চুরির অপবাদ দিয়ে চাঁন মিয়া ও সাইদুরকে সন্ত্রাসী সাজ্জাদ, জুবায়ের, সুজন মারধর করে এতে নেতৃত্ব দেয় বকুল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নে পরিচয়ে বকুল ক্ষমতার দাপট দেখিয়ে সুজনকে দিয়ে একি গ্রামের সাইদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। শুধু রক্তাক্ত জখম করেই ক্ষ্যান্ত হননি বকুল। নিজেরা মামলা থেকে রক্ষা পেতে কৌশলে তারই মা আছিয়া খাতুনকে দিয়ে ঝিনাইদহ জেলা আদালতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা করে মামলা দায়ের করে। সেই মামলায় আসামি করা হয়েছে ভোরের চেতনা প্রতিনিধি শামিম রেজাকে। মারামারি সময় শামীম ঘটনাস্থলে ছিলেন না। ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী।
শিরোনাম:
- সাংবাদিকতা পেশাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে হবে
- যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুজন নিহত, আহত ১০
- যশোরে সবজি ও চালের দাম কমলেও স্থিতিশীল মাছ ও মাংসের দর
- দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধ্বংস করেছিল স্বৈরাচর আ.লীগ-তাবিথ আওয়াল
- চৌগাছায় পবিস’র ব্যর্থতায় জনদুর্ভোগ, সংস্কার দাবি এবি পার্টির
- বিএনপি তরুণদের ভাবনাকে মূল্যয়ন করছে : তাবিথ আউয়াল
- মণিরামপুরে জামায়াতের যুব সমাবেশ
- যশোরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত