কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাংবাদিক শামিম রেজার নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকা বাসী।
শুক্রবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দহ গ্রামের পূর্ব পাড়ায় শত শত নারী পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মুহিদুল ইসলাম, জাবেদ আলী, সাইদুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৬ আগস্ট সন্ধ্যায় কুশনা মামা ভাগ্নের বাঁওড়ের মাছ ধরা জাল চুরির অপবাদ দিয়ে চাঁন মিয়া ও সাইদুরকে সন্ত্রাসী সাজ্জাদ, জুবায়ের, সুজন মারধর করে এতে নেতৃত্ব দেয় বকুল। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নে পরিচয়ে বকুল ক্ষমতার দাপট দেখিয়ে সুজনকে দিয়ে একি গ্রামের সাইদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। শুধু রক্তাক্ত জখম করেই ক্ষ্যান্ত হননি বকুল। নিজেরা মামলা থেকে রক্ষা পেতে কৌশলে তারই মা আছিয়া খাতুনকে দিয়ে ঝিনাইদহ জেলা আদালতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা করে মামলা দায়ের করে। সেই মামলায় আসামি করা হয়েছে ভোরের চেতনা প্রতিনিধি শামিম রেজাকে। মারামারি সময় শামীম ঘটনাস্থলে ছিলেন না। ওই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী।
শিরোনাম:
- বার্ধক্য হোক ভালোবাসার
- চারুপীঠকে আর্থিক অনুদান দিল জেসিএফ কর্মীরা
- কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা অফিসের উঠান বৈঠক
- জীবননগর জুয়েলার্স সমিতির শপথ অনুষ্ঠিত
- যশোরে খালেদা হত্যা মামলায় ‘দত্তক’ ছেলের নামে চার্জশিট
- যশোরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাজির হলেও ক্লাস হয়নি
- যবিপ্রবিতে ইংরেজি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
- যশোরে যাত্রীবাহী বাস থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, যাত্রী আটক