কোটচাঁদপুর সংবাদদাতা
‘মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা’’ এমনই স্লোগান নিয়ে কোটচাঁদপুর সরকারি কে.এম.এইচ কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন ও নবীণ বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীণবরণে সভাপতিত্ব করেন সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি কাজী জুবায়ের আহমদ। সঞ্চালনায় ছিলেন কলেজ শাখার ছাত্রশিবির সেক্রেটারি হাবিবুর রহমান আশিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও কোটচাঁদপুর-মহেশপুর থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোহাম্মদ আমানুল্লাহ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আরিফ হোসেন ও সেক্রেটারি ওবায়দুর রহমান খান। হাফেজ ইমরান হোসেন কাজলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন কোটচাঁদপুর পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি সিয়াম আহম্মেদ, কোটচাঁদপুর পৌর শাখার সভাপতি হাফেজ সোহেল আহমেদ এবং কোটচাঁদপুর আদর্শ থানা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ অন্যান্যরা। এ সময় শিক্ষক, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন।