কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের কন্যানগর গ্রামে নেশা করতে নিষেধ করার জেরে ক্ষিপ্ত হয়ে আপন ভাতিজার দায়ের কোপে রক্তাক্ত জখম হয়েছেন চাচা।
৯- এপ্রিল বিকেলে সাফদারপুর ইউনিয়নের কন্যানগর গ্রামের মাঝের পাড়ার আব্দুল মালেক ভাইপো নাসির উদ্দীনকে ঋণ করে নেশা করতে নিষেধ করায় নাসির তার উপর ক্ষিপ্ত হয়। তারপর থেকে সুযোগের অপেক্ষায় থাকা নাসির ঘটরনার দিন আব্দুল মালেক ফার্মের জন্য মুরগির বাচ্চা কিনতে টাকা নিয়ে বাড়ি থেকে কন্যাননগর যাওয়ার পথে আমতলা মোড়ে পৌঁছালে ভাইপো নাসির ও অপর চাচা মকুল হোসেন পাওনা টাকা নিয়ে বাকিবিতন্ডায় লিপ্ত। এ সময় ইসমাইল গোলযোগ করতে নিষেধ করায় বড় ভাই জয়নাল ও তার ছেলে নাসির মকবুলকে ছেড়ে দিয়ে ইসমাইলকে ধরে মারপিট করেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় পড়ে ইসমাইলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ব্যাপারে মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।