বাংলার ভোর প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য যশোরে মসজিদে মসজিদে মোনাজাত ও দোয়া করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা বিশেষ এই দোয়ায় অংশ নেন। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া।
গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। প্রথম দিকে ক্যাম্পাস কেন্দ্রিক বিক্ষোভ চললেও ৭ জুলাই থেকে বাংলা ব্লকেড কর্মসূচি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন তারা। পরবর্তীকালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিলে সেখানে ঢুকে পড়ে তৃতীয় পক্ষ।
বিভিন্ন স্থানে চলে নাশকতা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতার শুরু গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। পরে তা ছড়িয়ে পড়ে দেশজুড়ে, যার প্রতিবাদে গত ১৮ জুলাই থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন আন্দোলনকারীরা। ওই কর্মসূচি চলাকালে এক সপ্তাহে দেশজুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় নাশকতাকারীরা। হতাহত হন অনেকেই।
শুক্রবার জুমার নামাজ শেষে গত কয়েকদিনের সংঘর্ষে নিহত ও আহতদের স্মরণে দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। সরকারের পক্ষ থেকে আয়োজিত দোয়ায় অংশ নেন সর্বস্তরের মুসল্লি।
গতকাল যশোর শহরের রেলগেটে মডেল মসজিদে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কাজীপাড়া কাঁঠালতলা মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।
এছাড়া শহরের কালেক্টরেট মসজিদ, ঘোপ সেন্ট্রাল রোড মসজিদে পৌর মেয়র হায়দার গনি খান পলাশ। এছাড়া শহরের ৯টি ওয়ার্ডে ও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংকট কাটিয়ে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা।
আর কখনোই যেনো এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে না হয় এমন প্রত্যাশাও করেন তারা। তারা বলেন, দোয়া করেছি যেন নিহতদের জান্নাতবাসী করেন আল্লাহ। সেই সঙ্গে হতাহতদের যেন দ্রুত সুস্থ করে দেন। যারা দেশে অরাজকতা করেছে, তাদের প্রতি জানাই ধিক্কার। তাদের শুভ বুদ্ধির উদয় হোক। আগামী রোববার (২৮ জুলাই) দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় সুবিধা মতো সময়ে একইভাবে অনুষ্ঠিত হবে প্রার্থনা।