যবিপ্রবি সংবাদদাতা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতা, হত্যাযজ্ঞ ও গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) তিনটি ক্লাব-সংগঠন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক কয়েকটি ক্লাবও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে। যবিপ্রবির ডিবেট ক্লাব, ব্লাড ব্যাংক ও ফটোগ্রাফিক সোসাইটি এ বিবৃতি দেন।
৩১ জুলাই বিবৃতিতে যবিপ্রবি ব্লাড ব্যাংক চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, হত্যাযজ্ঞ ও গ্রেফতার করে শিক্ষার্থীদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানান। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনে সংযুক্ত সকল শিক্ষার্থীর সাথে একাত্মতা প্রকাশ করেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা।
একইদিনে যবিপ্রবি ডিবেট ক্লাব ও যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি অনুরূপ বিবৃতি প্রদান করে।