সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সরোয়ার হোসেন।

বৃহস্পতিবার দুপুর ২ টায় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অফিস কার্যালয়ে নবনির্বাচিত অবিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি সরোয়ার হোসেনকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখীরাম ঢালী, শিক্ষক প্রতিনিধি সমীতোষ কুমার রায়, শফিকুল ইসলাম, আলোকা মন্ডল, সংরক্ষিত মহিলা অবিভাবক সদস্য হালিমা খাতুন, অভিভাবক সদস্য গৌর চন্দ্র গাইন, মঈনুল হোসেন, শেখ খাইরুল ইসলাম, রনি আক্তার প্রমুখ।

Share.
Exit mobile version