সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাচাতে চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য দ্বারে দ্বারে
ঘুরছেন তার অস্বচ্ছল রিকশা চালক স্বামী।
যশোর জেলার সদর উপজেলা আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের শরিফুল ইসলাম মিন্টুর স্ত্রী ৪২ বছর বয়সি বৃদ্ধা হেলেনা বেগম দীর্ঘদিন যাবৎ স্তন ক্যান্সারে আক্রান্ত।
ক্যান্সারে আক্রান্ত জরাজীর্ণ দেহে একের পর এক বাসা বেঁধেছে নানা দুরারোগ্য রোগব্যাধি। অসুস্থতা ও বয়সের ভারে তিনি নূয়ে পড়েছেন। বর্তমানে তিনি প্রায় বিছানায় শয্যাশয়ী।
নিজের দেহটাকে এখন নিজের কাছেই বোঝা মনে হয়। দিনমজুর রিক্সা চালক স্বামী শরিফুল ইসলাম মিন্টু সহয়-সম্বল বিক্রি করে ও ঋণ নিয়ে পাশাপাশি প্রতিবেশীদের সাহায্য সহযোগীতা কয়েক লক্ষ টাকা ব্যয় করে দেশের বিভিন্ন হাসপাতাল ও ভারতে চিকিৎসা নিয়েছেন ।
চিকিৎসকের পরামর্শ দিয়েছেন আরও কিছুদিন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু সহায় সম্বলহীন রহিমা খাতুন নিরুপায় হয়ে বিনা চিকিৎসায় বাড়িতেই আছেন।
এমতবস্থায় তিনি ও তার পরিবার চিকিৎসা ব্যয় ভার বহন করতে পারছেনা। তাই সমাজের বৃত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।
ক্যান্সারে আক্রান্ত রহিমা খাতুন কান্নায় ভেঙ্গে পরে বলেন— মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য! আমি বাঁচতে চাই! আমার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের নিকট আর্থিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।
আমার স্বামী একজন হত দরিদ্র দিন মজুর রিক্সা চালক, আমার পরিবারের সদস্যদের নিয়ে আমার স্বামী সংসার টি কোনোমতো পরিচালনা করছে।
আমি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য স্তন ক্যান্সার রোগে ভুগছি। অনেক চিকিৎসা করেও পরিপূর্ণ সুস্থ হতে পারি নাই। এতো টাকা ব্যয় করে আমার স্বামীর পক্ষে ক্যান্সার রোগের চিকিৎসা করানোর সাধ্য সামর্থ্য আমাদের নাই।
তাই অবশেষে কোন উপায় না পেয়ে সমাজের মানবিক বৃত্তবানদের নিকট আমার শাশুড়ির ক্যান্সার রোগের চিকিৎসা করানোর জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানাচ্ছি।
আর্থিক সহযোগিতা বা মানবিক সাহায্য পাঠাতে নিচে দেওয়া ক্যান্সারে আক্রান্ত রোগীর স্বামীর নাম্বারটিতে কথা বলে বা সরাসরি তার ঠিকানায় গিয়ে সাহায্য পাঠাতে পারেন। ক্যান্সারে আক্রান্ত রহিমা খাতুনের স্বামী শরিফুল ইসলাম মিন্টুর মোবাইল নং ০১৭২৮-৭৯৫০৩৫।