সাতক্ষীরা সংবাদদাতা
সরকার পতনের পর থেকে সাতক্ষীরার তালার উপজেলার খলিষখালীতে মৎস ঘের দখলের অভিযোগ উঠেছে একদল ভুমিদূস্যদের বিরুদ্ধে। ১ সেপ্টেম্বর রাতে উপজেলার খলিষখালী ইউনিয়নের গাছা গ্রামের হাসখালী নামক স্থানে ঘটনাটি ঘটে। এ সময় ভূমিদস্যুরা লক্ষাধিক টাকার মাছ লুট করেছে বলে দাবি ভুক্তভোগীর। উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কুমিরা এলাকার মীর আসাদুজ্জামান।
তিনি বলেন, খলিষখালী ইউনিয়নের গাছা মৌজায় ৬০ বিঘা মৎস্য ঘেরটি কিছুদিন ধরে চাঁদকাটি এলাকার সিরাজুল নামে এক ব্যক্তি একটি জাল দলিল সৃষ্টি করে দখলের পাঁয়তারা চালায়। ওই দলিলের বিরুদ্ধে হাইকোর্ট সহ সাতক্ষীরা অতিরিক্তি ম্যাজিস্ট্রে আদালতে মামলা করেন তিনি।মামলাগুলো বর্তমানে চলমান রয়েছে।
তিনি আরো বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর ওই বাহিনী বেপরোয়া হয়ে ওঠে এবং গত ১০ আগস্ট থেকে বাগমারা এলাকার হাসমত সানা, টিকারামপুর এলাকার আজিবর গাজী, আনোয়ার সরদার, শহিদুল ইসলাম প্রতিনিয়ত রাতের আঁধারে ঘেরের মাছ লুট করে আসছে। এ নিয়ে একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও কোন প্রতিকার না পাওয়ায় তিনি পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে হাসমত সানা, আজিবর গাজী ও আনোয়ার সরদার জানান, ওই সম্পত্তির মালিক সিরাজুল ইসলাম তার স্বপক্ষে সকল প্রকার কাগজপত্র আমাদের কাছে রয়েছে। আমরা হারি নিয়ে মৎস্য ঘের পরিচালনা করছি কোন লুটপাট করিনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।