খাজুরা সংবাদদাতা
যশোরের খাজুরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টায় স্থানীয় জহুরপুর ইউনিয়নের যাদবপুর ক্লাবঘরে শতাধিক পরিবারকে ঈদ উপহার দেয়া হয়। এনসিপির সংগঠক সালমান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল।
এ সময় তিনি ফ্যাসিস্টবিরোধী সব ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সবাইকে একসাথে মিলে সাম্য ও শান্তির দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এনসিপির সংগঠক হাসিবুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে সাবেক ইউপি সদস্য জিল্লুর রহমান, অধ্যক্ষ আক্তারুজ্জামান, সমাজসেবক আবু সাঈদ, জুয়েল মাস্টার, মেহেদি মুন্সী, রাসেল পারভেজ, সাইফুল লস্কার, রাশেদ হোসেন, মাহফুজ মুন্সী, ঢাবির শিক্ষার্থী রাকিব হোসেন, যবিপ্রবির শিক্ষার্থী নাহিদ আমিন, নাঈম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।