বাংলার ভোর প্রতিবেদক
অভিযোগ যেন পিছু ছাড়ছে না যশোরের বাঘারপাড়া উপজেলার ২ নং বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপনের। এবার তার অনুসারীদের বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির অভিযোগ।
জানা গেছে, যশোরের বাঘারপাড়ায় খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে প্রতিকার চেয়ে ভুক্তভোগী বিদ্যালয়টির প্রধান শিক্ষক আতিয়ার রহমান উপজেলা বিএনপির শীর্ষনেতাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। যার অনুলিপি জেলা বিএনপি ও দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের কাছে দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবদল নেতা সান্টু বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে আসেন। এসে বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক জাকিয়া সুলতানার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেয়াতে বিভিন্ন হুমকিও দেয়া হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পদত্যাগ করায় সারাদেশে বিশৃঙ্খলার ধারাবাহিকতায় এই কর্মকাণ্ড করা হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা বন্দবিলা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, বিদ্যালয়ের জায়গায় ১২ টা দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দোকানগুলো ভাড়া দিয়ে খাচ্ছে। এখন আমরা গতদিন যেয়ে বলি আমাদেরও দুটি দোকান দিতে হবে। নিয়মানুযায়ী ভাবেই দোকান নেয়ার প্রস্তবনা দেয়া হয়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ দিতে রাজি না। উল্টো আমাদের নামে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। যা মিথ্যা।’
এই বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু বলেন, ‘দলের পক্ষ থেকে নির্দেশনা দেয়া রয়েছে কোন প্রতিপক্ষের উপর হামলা দখল নির্যাতন করলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার। অভিযোগ এখনো পায়নি, পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন দলের শীর্ষ পর্যায় থেকে যখন বারবার প্রতিপক্ষের উপর হামলা, দখল, নির্যাতন করলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হচ্ছে ঠিক তখন বন্দবিলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান তপনের অনুসারীরা একের পর এক অপকর্ম করেই চলেছে। গত বুধবার তপনের অনুসারীরা খাজুরা পল্লী বিদ্যুৎ সমিতির পাশের একটি বাগান থেকে ৬টি গাছ কেটে নেয়। এর আগে বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ বিশ^াসকে মারপিট করে। ওই ঘটনায় ৩ জনকে দল বহিস্কারও করে। এর আগে পাঠানপাইকপাড়া গ্রামের সুশান্ত বিশ^াসের কাছে চাঁদা দাবির ঘটনায় ঝড় ওঠে এলাকাজুড়ে।