খাজুরা সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আবহমানকাল ধরে বাংলাদেশে সাম্প্রদায়িক সৌহার্দ্য চলে আসছে। মাঝে মধ্যে কিছু দুষ্টচক্র এই সাম্প্রদায়িক সৌহার্দ্যে ফাটল ধরাবার অপপ্রয়াস চালায়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের কালো হাত ভেঙে দিতে হবে।
শনিবার রাতে বাঘারপাড়া উপজেলার খাজুরা কেন্দ্রীয় কালিবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় ও সুখে-দুঃখে সার্বক্ষণিক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন টিএস আইয়ূব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির আহবায়ক কার্ত্তিক চন্দ্র মণ্ডল। বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টোর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ইউনিয়ন সভাপতি মনিরুজ্জামান তপন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, পূজা উদযাপন কমিটির সদস্য সচিব নারায়ণ চন্দ্র অধিকারী ও মন্দিরের পুরোহিত মৃত্যুঞ্জয় মজুমদার। এ সময় বন্দবিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ##
ক্যাপশন: শনিবার রাতে বাঘারপাড়ার খাজুরা কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শনকালে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব