খাজুরা প্রতিনিধি
যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বাঘারপাড়া উপজেলার খাজুরায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বিকেলে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল করিম খান জামান।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, ‘তোমাদের আলোকিত মানুষ হতে হবে। আমরা কোথায় বাস করছি এটা কোনো বিষয় নয়, বাড়ি যেখানেই হোক না কেন আমাদের যদি ভিশন থাকে তবে সব কিছু জয় করতে পারব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি আমরা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী। সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, বন্দবিলার সাবেক চেয়ারম্যান শওকত হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, উপজেলা আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী, বৃহত্তর খাজুরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জয়, যুবনেতা মাসুম রেজা খান, আশরাফুল কবির রিজভী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল, ছাত্রলীগ নেতা জিএম হোসেন প্রমুখ।
এর আগে সকালে গাইদঘাট বাজারে ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, বন্দবিলা বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সাদীপুর বাজারে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সন্ধ্যায় খাজুরা বাজারে বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য এনামুল হক বাবুল। এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
শিরোনাম:
- রূপদিয়ায় ১৪টি পরিবারের বাড়িঘর ভাংচুর লুটপাটের নেপথ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ
- ‘প্রেমের সম্পর্কে রবিউলের সাথে বিয়ে, কেউ কাউকে ধরে নিয়ে বিয়ে করিনি’
- প্রতারণার মামলা : যশোরের সাবেক মেয়র পলাশের কারাদণ্ড
- কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব মাসে শিরিনার ফ্রিজ জয়
- ঢাকার বাইরে প্রথমবার যশোরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ক্যাম্প
- ৬ দফা দাবিতে যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
- চিত্রা মডেল কলেজ উন্নয়নে সভাপতি শামীমের ৭ লাখ টাকা অনুদান
- যশোর সাব রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান