খাজুরা সংবাদদাতা
ডিমের মূল্য নিয়ে কারসাজির অপরাধে যশোরের খাজুরা বাজারে দুই ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হোটেলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সাপ্তাহিক হাটের দিন পশুহাট মোড় ও কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম। এ সময় ক্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দা তামান্না তাসনিম জানান, নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাজুরা বাজারে অভিযান চালানো হয়।
এ সময় ডিমের মূল্য নিয়ে কারসাজি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স আওয়াল স্টোরকে ৫ হাজার টাকা ও মেসার্স শরিফ স্টোরকে ৪ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে অলিয়ার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, বাজারে মুদি, চাল, মুরগি ও মাংসের দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের দোকানের ট্রেড লাইসেন্স ও পণ্যের ক্রয় রশিদ রাখতেও বলা হয়েছে।
এতে পাইকারি ও খুচরা মূল্যের পার্থক্য বোঝা যাবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার ওই কর্মকর্তা।