মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে জ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মুন্সিখানপুর এলাকার খামারবাড়ি পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাইব্রেরির সভাপতি মতিয়ার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, লাইব্রেরির আজীবন সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, অধ্যাপক দৌলত হোসেন খান, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, মনিরামপুর পাবলিক লাইব্রেরির সদস্য সচিব মহিবুল্লাহ মনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন খামারবাড়ি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জমিরুল ইসলাম।
লাইব্রেরির সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, মশিয়ার রহমান গাজী, সেলিম খান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, তানভীর হাসান খান প্রমূখ। জ্ঞান ভিত্তিক রচনা প্রতিযোগীতা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদিন বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, কৃৃতিত্বের সনদপত্র ও শিক্ষামূলক বইসহ বিভিন্ন উপহার সামগ্রি তুলে দেন অতিথিরা।
