বেনাপোল সংবাদদাতা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল বন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১ টার দিকে বেনাপোল স্থলবন্দর ৩ নং ে টের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৯১ ও ৯২৫)-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
শ্রমিক সংগঠন ৮৯১’র সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া অনুষ্ঠানে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত “ধানের শীষ” মার্কার প্রার্থী মো. নুরুজ্জামান লিটন।
শুরুতে কোরআন তেলাওয়াত এবং বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
এমপি প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন দেশনেত্রী। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো”।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, শ্রমিকদের পক্ষ থেকে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি সাইদুল বাশার।
এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন-শার্শা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক-মোস্তফা কামাল মিন্টু, শার্শা কৃষকদল সভাপতি-আমিরুল ইসলাম, বেনাপোল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১’র সাধারণ সম্পাদক-লিটন হোসেন, শার্শা ছাত্রদল আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল পৌর কৃষকদল সভাপতি-জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি-হাছানুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ওমর ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দুই শ্রমিক সংগঠনের কয়েক’শ শ্রমিক অংশগ্রহণ করেন।

