বাংলার ভোর প্রতিবেদক
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের পর বেগম জিয়া এদেশে বুর্জোয়া গণতান্ত্রিক রাজনীতির আইকন, ধ্রুবতারা। বেগম জিয়া একমাত্র ব্যক্তি যার এক ছেলের মৃত্যু হয়েছে, এক ছেলের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে, বাড়িছাড়া করা হয়েছে, দল ধ্বংস করতে চাওয়া হয়েছে তবু তাকে ভেঙে ফেলা যায়নি। তাইত তিনি আপসহীন দেশনেত্রী।
তাই আমাদেরকে বেগম জিয়ার রাজনীতি ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে মঙ্গলবার প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান, রাইটস যশোরের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সাংবাদিক নেতা নুর ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সাবেরুল হক সাবু ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শেখ দিনু আহমেদ, যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইন, তহীদ মনি, শহিদ জয়, কেএম রফিক, ড্যাব নেতা ডা. রবিউল ইসলাম তুহিন, ডা. আতাহার তুর্য্য, ডা. তাহমিদ উর রহমান প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক সোলায়মান হোসেন সোহেল।
