বাংলার ভোর প্রতিবেদক
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় আগামীকাল রোববার যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। যশোর জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আরো পড়তে …..

রোববার (আগামীকাল) বাদ আসর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথমে আসরের নামাজ আদায় করা হবে। নামাজ শেষে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় এই কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সকলে দোয়ার অংশীদার হতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে দোয়া মাহফিল সফল করার লক্ষ্যে সকলকে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version