বাংলার ভোর প্রতিবেদক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) যশোর জেলা শাখা। সোমবার বাদ যোহর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন ও যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শরিফুল আলম খান।

সংক্ষিপ্ত আলোচনায় ড্যাব নেতা ডা. রবিউল ইসলাম তুহিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। নিজের সুবিধার জন্য বিন্দুমাত্র আপোস করেননি। তাইতো খালেদা জিয়া এবং আপোষহীন যেন সমার্থক। তিনি বারবার দেশের ক্রান্তিলগ্নে গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদান ও সাহসী ভূমিকা রেখেছেন। গণতন্ত্রের ধারাবাহিকতা ও স্থিতিশীলতার স্বার্থে মহীয়সী এই নারীর সুস্থতা অপরিহার্য।

যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. শরিফুল আলম খান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শত নির্যাতনের পরেও দেশ ত্যাগ না করে, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে কাজ করে গেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রীকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেবেন, দেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন আমরা সেই প্রত্যাশা করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন বিএনএ যশোর জেলা শাখার সভাপতি সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন, ওয়ার্ড মাস্টার ওবায়দুল ইসলাম কাজল, হিসাব রক্ষক ইসরাফিল হোসেন, জমাদ্দার ইমরান হাসান টপি, স্টোর কিপার বাবু গৌতম, ফার্মাসিস্ট জহুরুল ইসলাম, মাসুদুর রহমান, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা মোশারেফ হোসেন মুছাসহ হাসপাতালের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version