খুলনা অফিস
খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লরের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় করা একটি মামলায় মঙ্গলবার বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক। এ ছাড়া অনলাইন সেলার গ্রুপ নামে একটি জনপ্রিয় ফেসবুক পেজের অ্যাডমিন।
খুলনা সদর থানার ওসি কামাল হোসেন জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় মঙ্গলবার বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এর পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Share.
Exit mobile version