বাংলার ভোর প্রতিবেদক
খুলনায় সাউন্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন যশোর জেলা সাউন্ড লাইট মালিক সমিতির নেতৃবৃন্দ। সোমবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে সমিতির সদস্যরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সুমন সাউণ্ডে সন্ত্রাসী হামলায় জেলার সাউণ্ড ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন। সন্ত্রাসীরা সুমন সাউণ্ডে হামলা চালিয়ে সাউণ্ড ও লাইটের সরঞ্জামসহ বাদ্যযন্ত্র ভাংচুর ও লুট করে নিয়েছে। শব্দযন্ত্র কলাকুশীদের অতর্কিত মারপিট করেছে তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি ও নিরাপদে ব্যবসা করার নিশ্চয়তা চান।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা সাউণ্ড লাইট মালিক সমিতির সভাপতি গোলক দত্ত, সাধারণ সম্পাদক মোহাম্মদ হিরা, উপদেষ্টা রতন সরকার, সহ-সভাপতি ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক ফকরুল ইসলাম, সাউণ্ড লাইট মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ও সদস্য সাব্বির হোসেন।