বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না, তারাই নির্বাচন নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে। তারা সংস্কারের নামে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে।
শুক্রবার দুপুরে বাগেরহাটের একটি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিএনপির দেয়া ৩১ দফা রোডম্যাপের চেয়ে বড় কোনো সংস্কার প্রস্তাব এদেশে নেই। আমাদের দায়িত্ব এখন জনগণের কাছে সেই ৩১ দফার সুবিধাগুলো পৌঁছে দেয়া।
যুবকদের কর্মসংস্থান, শিক্ষার গুণগত মান, কৃষকের পাশে দাঁড়ানো- এগুলোই আমাদের লক্ষ্য।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যুবকদের কর্মসংস্থান, কৃষকদের কাছে সার ও বীজ পৌঁছে দেয়া, শিক্ষাঙ্গন থেকে অস্ত্র ও মাদক দূর করা এবং মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা-এই বিষয়গুলো জনগণকে বোঝাতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের উদ্দেশ্য জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ডা. শেখ ফরিদুল ইসলাম, মোজাফফর রহমান আলম, ব্যারিস্টার জাকির হোসেন, মনিরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও শেখ শমসের আলী মোহন।
সম্মেলনে বিএনপির বিভিন্ন-স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের পরে বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগত নেতারা বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এখন তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। জনগণ বিএনপির রাজনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। সামনে দিনবদলের রাজনীতি আরও বেগবান হবে।