বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল এলাকা থেকে গাঁজা সেবনের সময় এক সমন্বয়কসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মণিরামপুর ৯নং ওয়ার্ডের সমন্বয়ক তাজওয়ার রহমান তাহমিদ (২২) রয়েছেন। অন্য ৩ জন হলেন, ফরহাদ হোসেন, হাসিন খান ও মো. বাবু। এ ঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৬।
শুক্রবার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার প্যাডে সংগঠনের দপ্তর সম্পাদক রাজিয়া সুলতানা চাঁদনী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভুত কর্মকাণ্ড ও জুলাই স্পিরিটের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হওয়ায় তাহমিদকে বহিস্কার করা হয়েছে।
পাশাপাশি জেলার সকল সহযোদ্ধাদের প্রতি শৃঙ্খলা ও স্পিরিট পরিপন্থী কাজে লিপ্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বহিস্কার আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহবায়ক রাশেদ খান।