বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিদেশি মদ বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছে ইসলাম আলী নামে এক মসজিদের খাদেম। শনিবার রাতে তাকে শহরের লালদীঘির পাড় এলাকা থেকে আটক করা হয়।
তিনি যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা ও শহরের মাইকপট্টি এলাকার একটি মসজিদে দীর্ঘদিন ধরে খাদেম হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় রোববার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিদেশি মদের বোতল হাতে ইসলাম আলীকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারা তাকে অনুসরণ করতে থাকেন এবং কিছু সময় পর এক ব্যক্তি মদ কিনতে আসলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। স্থানীয়দের ধাওয়া খেয়ে ইসলাম একটি বোতল ফেলে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরে তাকে আটক করে খবর দেয়া হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। ঘটনাস্থলে পৌঁছে অধিদপ্তরের একটি টিম ইসলামকে সঙ্গে নিয়ে তার ঘরে অভিযান চালায়। অভিযানে শোবার ঘর থেকে আরও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে চার বোতল রেড লেভেল এবং এক বোতল গ্রান্ড ম্যাকনিশ স্কচ হুইস্কি। প্রতিটি বোতলেই এক লিটার মদ ছিল, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।