খাজুরা সংবাদদাতা

যশোরের খাজুরার চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন, যশোর জেনারেল হাসপাতালে শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ও কনসালট্যান্ড ডা. আব্দুস সামাদ। গতকাল মাদরাসার সামনে চিত্রা নদীর পাড়ে একটি ফলদ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেন ওই চিকিৎসক। এর সাথে মাদরাসার পক্ষ থেকে দেওয়া হয় একটি করে ফরম। ‘তোমার গাছটি কেমন আছে’ শিরোনাম ওই ফরমে শিক্ষার্থীর নাম, শ্রেণি, রোল নম্বর ও জমা দেয়ার তারিখ রয়েছে। এ ফরমের মাধ্যমে নিজের গাছ সম্পর্কে ‘৮ লাইন’ লিখে জানাবে শিক্ষার্থীরা। এতে সবুজ প্রকৃতির ছোঁয়ায় তারা বৃক্ষপ্রেমী হয়ে ওঠার পাশাপাশি নিজেদের মেধা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাবে।

প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ওমর আলী বিশ^াসের সভাপতিত্ব কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসার সুপার মাও. হাফিজুর রহমান, দাতা সদস্য আব্দুল মালেক, মাসুদা খাতুন, সহকারী শিক্ষক আব্দুল জব্বার, সাবাহার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Share.
Exit mobile version