বাংলার ভোর প্রতিবেদক
২৯ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কার তৌহিদ চাকলাদার ফন্টু, ভাইস চেয়ারম্যান পদে টিউওবয়েল মার্কার সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার জ্যোৎস্না আরা বেগম মিলিকে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধপরিকর চাঁচড়া ইউনিয়নবাসী। চাঁচড়া ইউনিয়নে মোটরসাইকেল, টিউবওয়েল ও কলস প্রাতীকের জোয়ার বইছে। তিন প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে দিন-রাত এক করে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে যাচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তিন প্রার্থীকে বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের দুই অভিভাবকের কাছে চাঁচড়ার ভোটরা প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙ্গা, মাহিদিয়া, বাগেরহাট বাজার ও সাড়াপোল মতবিনিময় সভা করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। মতবিনিময় সভায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, যশোর জেলা, যশোর সদর উপজেলাকে সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে হলে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুকে বিজয়ী করতে হবে। এ ক্ষেত্রে আপনারা যদি সঠিক নেতা নির্বাচনে ব্যর্থ হন তাহলে যশোর শহর সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। এখানে সাধারণ মানুষ বসবাস করতে পারবে না। এ কারণে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক প্যানেল করে যশেরকে সন্ত্রাসী মুক্ত করতে পারি এবং সরকারি সকল অনুদান আপনাদের মাঝে সঠিকভাবে বিতরণ করতে পারি। তাই সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টুকে আপনাদের মাঝে এনেছি। তাই আপনারা কোনো সন্ত্রাসীদের নিয়ে চিন্তা করবেন না। আপনারা সকলে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন ও আমাদের বিশ্বাস আপনারা মোটরসাইকেল মার্কায় ফন্টু চাকলাদারকে বিজয়ী করবেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, উপজেলা নির্বাচনটা আমাদের সকলের, তাই এই নির্বাচনে মোটরসাইকেল মার্কাকে বিজয়ের মাধ্যমে গত কয়েক বছরের দুঃশাসনের জবাব দেওয়ার দিন ২৯ মে। আর যারা অতিথি পাখি এসেছে নির্বাচনের পর এসব অতিথি পাখি আর পাওয়া যাবে না। তাই ভেবে চিন্তে সবাই সিদ্ধান্ত নিন। যারা খুব দুঃখ-কষ্টের সময়ে পাশে থাকে তাদেরকে ভোট দিন। আর এ প্রার্থীদের মার্কা হলো মোটরসাইকেল, টিউবওয়েল ও কলস।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য সামির ইসলাম পিয়াস, সদস্য সামির ইসলাম পিয়াস, নেতা রেজাউল ইসলাম, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, পৌরসভার কাউন্সিলার আলমগীর কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মান্নান ভূইয়া।
তপসীডাঙ্গা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। উপস্থিত ছিলেন, নেতা বাবর জাহিদ, মেহেদী হাসান বাবু, আব্দুল মান্নান মোড়ল, আব্দুল কাদের, শাহাজান সেলিম, কামাল মোড়ল প্রমুখ। মাহিদিয়া মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিতাব আলী সরদার। উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, শেখ জাহাঙ্গীর কবির, যুবলীগ নেতা বাবুল সরদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন মুকুল, শেখ ইমতাজ প্রমুখ। সাড়াপোলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শুনিল ঘোষ। উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুরে মাহাবুব, নেতা আনারুল ইসলাম আনু, নেতা মিলন বিশ্বাস, কৃষকলীগ নেতা মাইনুর ইসলাম, যুবলীগ নেতা জহুরুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। বাগেরহাট বাজারে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন, আব্দুল মাজেদ, কুতুবউদ্দিন বিশ্বাস প্রমুখ।