মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন। তার পরিশ্রম ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু জননেত্রীর সব অর্জন বিসর্জন হয়ে যায়; যখন দেখি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তাই চাঁদাবাজরা যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না। মণিরামপুরবাসী শান্তি চাই, আমিও চাই মণিরামপুরের আপামর জনসাধারণ যেন শান্তিতে থাকতে পারেন। দুর্নীতি অনিয়ম, টেন্ডারবাজি কাউকে করতে দেয়া হবে না। মণিরামপুরকে আধুনিক মণিরামপুরে রূপান্তর করা হবে।
গতকাল দুপুরে শ্যামকুড় ইউনিয়নে ইয়াকুব ইবনে জবেদ আলী মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গৌর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, সহসভাপতি মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ, ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, মণিরামপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।

Share.
Exit mobile version