বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যুনতম ৩৫ করার দাবিতে মানববন্ধন করেছেন যশোরের চাকরি প্রত্যাশীরা। শনিবার প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে চাকরির প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা। আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং সর্বনিম্ন ৫৫ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা ও চাকরির পরীক্ষা গুলো নিজ নিজ বিভাগীয় শহরে অনুষ্ঠিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুমন হোসেন, আপূধ বিশ্বাস, সনজিৎ সরকার, হাসানুর জামান, কৃষ্ণ কুমার রায় প্রমুখ।
