বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেলস্টেশনে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সদরের কোল্ডস্টোরেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে জুম্মান হত্যাকাণ্ড ছাড়াও একটি হত্যার চেষ্টা ও দুটি মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌনে ৩টার দিকে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা আলোচিত সন্ত্রাসী রুবেল ওরফে কপালকাটা রুবেলকে গ্রেফতার করেন। গ্রেফতার রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুম্মান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে একদল সন্ত্রাসী জুম্মান (৩৪) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নৃশংস এই হত্যাকাণ্ডটি যশোর শহরের জনবহুল একটি স্থানে ঘটায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাব-৬ এর সদস্যরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং সিসিটিভি ফুটেজে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান শুরু করে। তবে খুনিরা আত্মগোপনে থাকায় জড়িত সবাইকে এতদিন গ্রেফতার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের পর ভিকটিমের ভাই ১১ ফেব্রুয়ারি খুলনা রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একাধিক আভিযানিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে।

মঙ্গলবার (১ অক্টোবর) আসামি রুবেলকে গ্রেফতারের পর আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version