চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণে আরো অর্থ সহায়তা দিয়েছে জাগরণী চক্র ফাউণ্ডেশন।
মঙ্গলবার ফাউণ্ডেশনের নির্বাচী পরিচালের অনুরোধে জেসিএফ কর্তৃক বাস্তবায়িত সফল প্রকল্প, কমিউনিটি স্কুল প্রোগ্রাম, নূরজালাল শিশু আনন্দ নিকেতন, শিশুস্বর্গ, প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প, চরকা, প্রধান কার্যালয়ে কর্মরত ঋণ কর্মসূচি ও ঋণ কর্মসূচি পরিচালিত প্রকল্পের কর্মকর্তাগণ এ অর্থ সহায়তা প্রদান করেন। এদিন তারা দুই লাখ ২৩ হাজার পাঁচশত টাকা আর্থিক সহায়তা প্রদান করে। চারুপীঠর পক্ষে এই আর্থিক সহায়তা গ্রহণ করেন জাগরণী চক্র ফাউণ্ডেশনের উপনির্বাহী পরিচালক মেরিনা আখতার। জেসিএফ বিশ্বাস করে, সকলের সম্মিলিত অংশগ্রহণে চারুপীঠের মতো শিল্প ও গবেষণামূলক প্রতিষ্ঠান আরও গতিশীল হবে।-প্রেস বিজ্ঞপ্তি

Share.
Exit mobile version