রাজগঞ্জ প্রতিনিধ

মণিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুই হাজার ১৫০টি কার্ডের বিপরীতে অতিদরিদ্র অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়। এ সময় চালুয়াহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার বলেন, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন।

ওয়ার্ড অনুযায়ী পৃথকভাবে এ চাল বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদের সচিব বিল্লাল হোসেন, ট্যাগ অফিসার মারুফুল হক ও হাবিবুর রহমান, মেম্বার মশিউর রহমান, মেম্বার সাইফুল্লাহ দফাদার, হারুনার রশিদ, আবুল হাসানসহ গ্রাম পুলিশ মাসুম শেখ। আসাদুল ইসলাম, ইসমাহিল হোসেন, বেবি রহমান, ছমির হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version