রাজগঞ্জ প্রতিনিধি
আগামী চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান। ইতিমধ্যে তিনি নিজ গ্রাম থেকে মাঠের প্রচারণায় শুরু করেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের গৌরীপুর গ্রামের কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান খান তার নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন। পিতা মরহুম ডাক্তার তবিবুর রহমান খানের গৌরবকে কাজে লাগানোর পাশাপাশি নিজের পরোপকারী মনোভাব ও সমাজ সামাজিকতায় ইতিমধ্যে তিনি ইউনিয়নবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।
নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচার প্রচারণা আর আলোচনা ও মতবিনিময় করে চলেছেন দিনব্যাপি। পুরাতন ভোটারদের পাশপাশি ইউনিয়নের নতুন ভোটারদের ভোটের মাঠে আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন এই আ.লীগ নেতা।দীর্ঘদিন ধরে সামসুর রহমান এলাকার মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে চলেছেন। ইউনিয়নের শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র, নিরন্ন মানুষের জন্য খাবার আবার চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য করে চলেছেন চিকিৎসার ব্যবস্থা। যে কারণে ইউনিয়নের আপামর মানুষের মাঝে তার একটি জনদরদি ইেিমজ প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া নির্বাচন সামনে রেখে এলাকার সর্বস্তরের মানুষকে জানানের লক্ষ্যে বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় করে চলেছেন উঠান বৈঠক। এছাড়া ব্যানার, ফেস্টুন, লিফলেট টাঙিয়ে ইউনিয়নের সর্বত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জানান দিয়েছেন এই তরুণ সমাজসেবক আওয়ামী লীগ নেতা। স্থানীয় রেজাউল ইসলাম, আতাউর রহমান বুলু, যাকাতুজ্জামান যাকাত বলেন, তরুণ প্রজন্মের মধ্যে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব প্রকৃতির লোক সামসুর রহমান। বিপদে দুঃসময়ে আমরা তার কাছ থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছি। এলাকায় সামাজিক পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তার ভূমিকা অসীম। আমরা আগামী ইউপি নির্বাচনে চালুয়াহাটি ইউনিয়নের উন্নয়নের রূপকার হিসেবে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
এ ব্যাপারে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা শামসুর রহমান খানের কাছে জানতে চাইলে বলেন, আমি চালুয়াহাটি ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচন করার জন্য নেমেছি। একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাসী যে সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ দেবেন। নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।
শিরোনাম:
- সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র্যালি সমাবেশ
- কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
- পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহার : ব্যবসায়ীদের মানববন্ধন
- মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও আলোচনা সভা
- বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শার্শার ডিহিতে বিএনপির কর্মী সম্মেলন ও আলোচনা সভা
- প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বেনাপোলে যুবদলের প্রস্তুতি সভা