রাজগঞ্জ প্রতিনিধি
মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ, মতবিনিময় সভা, উঠান বৈঠকসহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক সামসুর রহমান খান।
চালুয়াহাটি ইউনিয়নের গৌরিপুর গ্রামের কৃতি এ রাজনীতিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর সাথে হৃদ্যতা বাড়ানোর লক্ষ্য নিয়ে তিনি এখন থেকেই সকাল-সন্ধ্যা ছুটে চলেছেন ইউনিয়নের এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) ইউনিনয়নের ৫নং ওয়ার্ডের হরিশপুর রসুলপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় করেন সামসুর হমান খান। এ সময় তিনি পর্যায়ক্রমে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নারী-পুরুষদের সাথে কথা বলেন। তাদের সুখ-দুঃকের খোঁজ নেন। তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যগত বিষয়েও খোঁজ খবর নেন। একই সাথে আবাল বৃদ্ধ সকল শ্রেণি পেশার মানুষের দোয়া ও আর্শিবাদ কামনা করেন। এ সময় তিনি যাতে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়ে ইউনিয়ন পরিষদ নিয়ে কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করতে পারেন সে জন্য দোয়া চান। বিকাল ৫টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে সুধী সমাবেশ ও উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবেও উপস্থিত ছিলেন এই কৃতি রাজনীতিক।
এ সময় তার সাথে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সামছুর রহমান খাঁন, আতাউর রহমান বুলু, রেজাউল ইসলাম, যাকাতুজ্জামান যাকাত, মোজাফফর হোসেন, সমাজসেবক আইয়ুব হোসেন, আমজাত আলী, আ. রহমান, ইউনুস হোসেন, মশিউর রহমান, হরিশপুর ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাবুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা