খাজুরা সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা মডেল কলেজের উন্নয়নে ৭ লাখ অনুদান দিয়েছেন নবাগত সভাপতি শামীম আকতার।
বুধবার প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের এক জরুরি সভা শেষে এ অনুদান প্রদান করেন তিনি। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আকতার। তিনি বলেন, আজ আমাদের পরিবারের পক্ষ থেকে কলেজের উন্নয়নে ৭ লাখ টাকা প্রদান করা হয়েছে।
আরশাদ-আছিয়া ওয়েলফেয়ার সোসাইটি নামে আমাদের পারিবারিক একটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। এর মাধ্যমে একটি প্রতিবন্ধী বিদ্যালয়, মাদরাসা ও এতিমখানা পরিচালনা করা হয়। পাশাপাশি এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের বাড়িঘর তৈরি করে দেয়া, খাদ্য ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। যার অর্থের যোগান দেন আমার বড় চাচা আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যা ও আমাদের পরিবারের লোকজন।
স্বাগত বক্তৃতায় অধ্যক্ষ কহিনুর আলম বলেন, কলেজ প্রতিষ্ঠার ২২ বছরে এটিই সবচেয়ে বড় অনুদান। এর আগে এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি কেউ অনুদান দেননি। কলেজের নবাগত সভাপতিকে নিয়ে আমরা আশার আলো দেখছি।
সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম খান, বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক খান, সীমাখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইচ শেখ, ৮নং ওয়ার্ডের সভাপতি ওলিয়ার রহমান, ইউপি সদস্য মফিজুর রহমান ও সাহাবুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম, সমাজসেবক সাচ্চু খান ও দেলোয়ার হোসেন।
এ সময় বক্তারা চিত্রা মডেল কলেজের শিক্ষার হাল, অবকাঠামোগত চিত্র, অনিয়ম-দুর্নীতি ও নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। সভা শেষে বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকা প্রবাসী রোস্তম আলী মোল্যার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়।