চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদ সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চৌগাছা উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান ও চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষচন্দ্র চক্রবর্তী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা।
প্রশিক্ষণে চৌগাছা উপজেলার ফুলসারা, পাশাপোল, সিংহঝুলি ও ধুলিয়ানী এই চারটি ইউনিয়নের মোট ৪৭ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন। আপ্যায়নের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান শেষ হয়।