চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহীনুর আক্তার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, মুক্তিযুদ্ধকালীন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিসুজ্জামান, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা চৌগাছা বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, ড্রেনের উপর নির্মিত দোকানপাট অপসারণ, চৌগাছার দ্বিতীয় বৃহত্তম সবজি বাজার পরিকল্পিতভাবে গড়ে তোলা, নির্মাণ সামগ্রী যত্রতত্র রেখে কাজ করা বন্ধে উদ্যোগ গ্রহণ, এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কপোতাক্ষ ও ভৈরব নদের সীমানা পুনঃনির্ধারণের দাবি জানান।
এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সভায় ইউএনও শাহীনুর আক্তার সকলের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং চৌগাছার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

