চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলার পুড়াহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন, এডাব যশোরের সহ-সভাপতি শাজাহান নান্নু ও স্বেচ্ছাসেবী সংস্থা আশরাফ ফাউণ্ডেশনের প্রোগ্রাম অফিসার জোহরা খাতুন।
সভাপতিত্ব করেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ উর রহমান। সমাবেশে শিক্ষক, সাবেক জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।