চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলা মোটরযান শ্রমিক সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনে আনিছুর রহমান সভাপতি এবং উজ্জল হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার উপজেলা মোটরযান শ্রমিক সংস্থার কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ ঘন্টা পরে ১৫ জুন সকালে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা। দিনব্যাপি এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সভাপতি পদে আনিছুর রহমান ৭শ’ ১৯ ভোট বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম পেয়েছেন ৬শ’ ১০ ভোট।
সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল হোসেন ৭শ’ ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিয়ার রহমান পেয়েছেন ৫শ’ ৯৮ ভোট।
এই নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আনিছুর-উজ্জল প্যানেল থেকে সভাপতি ও সম্পাদকসহ ১১ জন এবং শহিদুল-আতিয়ার প্যানেল থেকে ৬ জন নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ হারান, সহ-সভাপতি রফিকুল ইসলাম ও রেজাউল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক ফুরকান আলী ও সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল খলিল, দপ্তর সম্পাদক মিন্টু বিশ্বাস, প্রচার সম্পাদক মমিনুর রহমান, সড়ক সম্পাদক-১ শহিদুল ইসলাম, সড়ক সম্পাদক-২ মহিউদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য পদে হাচান আলী, বাবলুর রহমান ও লিটন হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম লিটু জানান, মোট ভোটার ১ হাজার ৫শ’ ৮০। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৩শ’ ৭০ জন। ফল ঘোষণায় বিলম্বের কারণ হিসেবে তিনি বলেন, একই ব্যালট পেপারে ৩৪ জন প্রার্থীর প্রতিক এবং লোকবল কম থাকর কারণে গণনা করে ফলাফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে।
নির্বাচন উপলক্ষে চৌগাছা থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ফলে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে জানান সংশ্লিষ্টরা।