বাংলার ভোর প্রতিবেদক 

যশোরের চৌগাছার ঢেঁকিপোতা গ্রামের রিক্তা বেগম হত্যা মামলায় সৎ ছেলে বরকত আলী (১৬) কে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে যশোরের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, চৌগাছার ঢেঁকিপোতা গ্রামের কৃষক রোকন আলী প্রায় ৬-৭ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন রিক্তা বেগমকে। রিক্তা বেগমের আগের সংসারে একটি মেয়ে রয়েছে। তবে রোকন আলীর প্রথম স্ত্রী ও তার ছেলে বরকত আলী এই বিয়ে মেনে নিতে পারেননি। এ নিয়ে তাদের পরিবারে বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে বরকত আলী তার সৎ মা রিক্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বাড়ির সকলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত রিক্তা বেগমের ভাই চৌগাছা থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে যশোর পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে বরকতকে আটক করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।

Share.
Exit mobile version