বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসকে হত্যা ও দেশছাড়া করার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মোবাইল ফোনে এই হুমকি দেন বল্লভপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে জিন্নাত আলী মন্ডল। এ ঘটনায় শনিবার চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তারক কুমার বিশ্বাস।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ২১ জুন রাত ৮টা ৪৩ মিনিটে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসের মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন জিন্নাত আলী। একপর্যায়ে তারক কুমার বিশ্বাসকে বাড়ি থেকে তুলে হত্যার হুমকি দেয়। তাকে দেশছাড়া করা হবে বলেও হুমকি দেয়। এই ঘটনার পর জীবনের নিরাপত্তা নিয়ে শংকায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

এ বিষয়ে তারক কুমার বিশ্বাস বলেন, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নিয়ে বল্লভপুর বাওড় চাষ করছে। একই গ্রামের জিন্নাত আলী ও তার সহযোগিতার দীর্ঘদিন ধরে বাওড়টি দখল করার চেষ্টা করছে। সর্বশেষ শুক্রবার (২১ জুন) সকালে চাঁদার দাবিতে জোরপূর্বক বল্লভপুর বাওড় দখলের চেষ্টা করে। এক পর্যায়ে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে তারা ব্যর্থ হয়। এই ঘটনায় আইনের আশ্রয় নেয়ায় জিন্নাত আলী ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়েছেন। এজন্য আমাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জিন্নাত আলীর মোবাইল ফোনে কল দিলে রিসিভ হয়নি ।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version